ঐশ্বর্য-অভিষেকের বিয়ের পুরনো কিছু মুহূর্ত ভাইরাল
২০০৭ সালের ২০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। অ্যাশ অভির সেই বিয়ে ছিল কিছুটা রূপকথার মতোই।
আবু জানি ও সন্দীপ খোসলার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নতুন করে উঠে এসেছে অ্যাশ ও অভির বিয়ের সেই সমস্ত ছবি। ছবিতে দেখা যাচ্ছে বিয়ে করতে যাওয়ার আগে অভিষেককে বরণ করছেন জয়া
এই ছবিটি ঐশ্বর্য-অভিষেকের সঙ্গীত সেরিমনির। এখানে ঐশ্বর্যকে প্যাস্টেল নীল রঙের ঘাঘরাতে দেখা যাচ্ছে। আৎ অভিষেকের পরনে ছিল রুপোলি রঙের শেরওয়ানিতে।
ছেলের বিয়ে উপলক্ষে ছেলে বৌমার সামনেই নাচে ব্যস্ত অমিতাভ-জয়া। বিষয়টি বেশ উপভোগ করছেন ঐশ্বর্য-অভিষেক।
অমিতাভ-জয়া থেকে শ্বেতা, নভ্যা সকলেই এদিন সেজেছিলেন আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইনার পোশাকে।
বারাত বের হওয়ার সময় মেয়ে শ্বেতার সঙ্গেই নাচে মগ্ন অমিতাভ।