Tsunami hits Tonga: `৫০০ পরমাণু বোমা ফাটল যেন! আছড়ে পড়ল ৫০ ফুট উঁচু ঢেউ,` সুনামিতে লন্ডভন্ড টোঙ্গা

Wed, 19 Jan 2022-11:01 am,

নিজস্ব প্রতিবেদন : 'মনে হচ্ছে যেন ৫০০ পরমাণু বোমা ফেটেছে যেন!' সমুদ্রের নীচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জেরে বিশাল সুনামি আছড়ে পড়েছে টোঙ্গাতে। প্রায় ৫০ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়েছে।

সুনামির জেরে বিধ্বস্ত টোঙ্গা। লন্ডভন্ড দশা। চারদিকে ক্ষয়ক্ষতির ছাপ স্পষ্ট। যেন কোনও রোলার কোস্টার সব পিষে দিয়ে চলে গিয়েছে! সবকিছু নুড়ি পাথরে পরিণত হয়েছে! 

সুনামির জেরে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৩ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অসংখ্য বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। নাসা জানিয়েছে, হিরোশিমাতে যে পরমাণু বোমা ফেটেছিল, তার ৫০০ গুণ বেশি শক্তিশালী এই অগ্ন্যুৎপাত।

বিজ্ঞানীরা বলছেন, গত ১০০ বছরে আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণের জেরে বিস্ফোরণের এত সজোরে আওয়াজ শোনা যায়নি। ১০০০ কিলোমিটার দূরে আলাস্কা থেকেও শোনা গিয়েছে এই আওয়াজ। 

শনিবার থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সমুদ্রগর্ভে নিমজ্জিত 'হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই' আগ্নেয়গিরি থেকে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link