বান্ধবী তুলিকাকেই বিয়ে করলেন সৌম্যজিত্
# বিয়েটা সেরেই ফেললেন টেবিল টেনিস তারকা সৌম্যজিৎ ঘোষ।
# দীর্ঘদিনের বান্ধবী তুলিকাকেই বিয়ে করলেন সৌম্যজিত্।
# সৌম্যজিৎ ও তুলিকার সম্পর্কের মধ্যে টানাপোড়েন এবং বিতর্কের সূত্রপাত চলতি বছরে।
# সৌম্যজিৎ দেশের হয়ে বিদেশে খেলতে গিয়েছিলেন। তখনই তিনি তাঁর দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে হঠাৎই সব সম্পর্ক ছিন্ন করে তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন।
# কেন সৌম্যজিৎ এমন করল, তার উত্তর খুঁজতেই সরব হন তুলিকা। আইনের দ্বারস্থ হন তিনি।
# সৌম্যজিতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন তুলিকা। তাই কমনওয়েলথ গেমসের দল থেকে বাদ দেওয়া হয় টিটি তারকা সৌম্যজিত্ ঘোষকে।
# এরপর কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, সৌম্যজিৎকে বিয়ে করতে হবে বান্ধবী তুলিকাকে৷
# শুক্রবার উত্তর ২৪ পরগনার বারাসতের ন পাড়ায় তুলিকার সঙ্গে শুভ পরিণয় সম্পন্ন করেন সৌম্যজিত্।