দুর্যোগ কাটিয়ে ফের বউবাজার থেকে শুরু হল মেট্রোর সুড়ঙ্গ কাটার কাজ
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: বউবাজারের বিপর্যয়ের পর অনেকগুলো মাস কেটে গিয়েছে। এবার ফের ছন্দে ফেরার পালা।
আজ থেকে ফের টানেল বোরিং মেশিন চলা শুরু করছে। মেশিন ইতিমধ্যেই স্যাকরাপাড়া হয়ে শিয়ালদহের দিকে সুরঙ্গ খোঁড়ার কাজ শুরু করেছে।
ওয়েষ্ট বাউন্ড মেশিন চলাকালীন যে বিপর্যয় হয়েছিল তার প্রভাব পড়েছিল এই জায়গায়তেও। তাই দ্বিতীয় মেশিন নিয়ে যাওয়ার সময় এই অংশে অতিরিক্ত সতর্ক আধিকারিকরা।
ধীরে চলো নীতিতেই কার্যত কাজ এগোচ্ছেন তাঁরা।
শিয়ালদহ এখন প্রায় ৮০০ মিটার দূরে মেশিন থেকে।
লকডাউন এর জন্য মেশিন বন্ধ করা হয়েছিল। পরিস্থিতি খানিক স্বাভাবিক হতেই ফের কাজে নেমেছেন আধিকারীকরা।
বউবাজারে মেট্রো বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল বহু বাড়ি। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। গৃহহারাদের পুনরায় বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে বলেই খবর।