Tusker: বন থেকে ক্রেনে করে তুলে লরিতে চাপিয়ে নিয়ে যাওয়া হল দাঁতালকে!
পশ্চিমবাংলার একটা অংশের মানুষের হাতি নিয়ে ল্যাজেগোবরে হওয়ার আর শেষ নেই। মূলত রাঢ় বাংলা ও সেই অঞ্চলের জঙ্গল এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী দুই রাজ্যের অরণ্যাঞ্চলের মধ্যে প্রায়শই হাতির চলাচল জারি থাকে। আর তার জন্যে ভোগেন সাধারণ মানুষ।
সোমবার সকাল থেকে নিরন্তর চেষ্টায় বিকেলের দিকে এক দাঁতালকে বোলপুরের বল্লভপুর জঙ্গল থেকে ধরা সম্ভব হল। বন দফতর জানিয়েছে, সেটিকে কোনও গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
বোলপুরের বল্লভপুর জঙ্গলে দাঁতালটি ঢুকে পড়েছিল রবিবার মধ্যরাতে।
ঢুকে পড়েছিল বর্ধমানের আউশগ্রাম থেকে। আর তার পর থেকেই স্থানীয় মানুষ আতঙ্কিত ছিল। তাই বন দফতর দ্রুত ব্যবস্থা নেয়। আসলে এই হাতিটি নিয়ে গত কয়েকদিন ধরেই চিন্তিত ছিল বন দফতর।
প্রায় ৬ দিনের মাথায় এটিকে ধরা সম্ভব হল। সোমবার সকাল থেকেই এজন্য ঘাম ঝরাচ্ছিলেন বন দফতরের কর্মীরা। প্রথমে হাতিটিকে লোকেট করা হয়, তারপর সেটির দিকে ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়। আনা হয় ক্রেন। দাঁতালটি ঘুমিয়ে পড়লে সেটিকে ক্রেনে করে ট্রাকে তোলা সম্ভব হয়।
দাঁতালটি ২ ফেব্রুয়ারি বাঁকুড়ার পাত্রসায়র থেকে বর্ধমানে ঢুকে পড়েছিল বলে জানা গিয়েছে।