ড্রোনে উড়ে এল Engagement Ring, রূপকথার বাগদান Neel ও Trina-র

Sun, 10 Jan 2021-5:30 pm,

ফেব্রুয়ারির ৪ তারিখে বিয়ে। তার ঠিক ২৫ দিন আগে রূপকথার বাগদান সারলেন টেলিভিশনের 'নিখিল' ও 'গুনগুন'। 

শনিবার কলকাতা শহরে বসেছিল অভিনেতা নীল ভট্টাচার্য ও তৃণা সাহার জমকালো বাগদানের আসর। রূপকথার আঙ্গিকে হল সেলিব্রেশন। 

ফিল্ম কায়দায় ড্রোনে উড়ে এল বাগদানের আংটি। সেই আংটি হাঁটু গেড়ে বসে তৃণার হাতে পরিয়ে দেন অভিনেতা নীল ভট্টাচার্য। 

আংটি বদলের পর তৃণার সঙ্গে বলিউডের গানে নাচতেও দেখা গেল তৃণা সাহাকে। একাধিক ফিল্মি গানে পারফর্ম করলেন তাঁরা। 

নীল-তৃণার বাগদান অনুষ্ঠানের ভিডিয়ো উঠে এসেছে তাঁদের ফ্যান পেজে। 

নীল-তৃণার বাগদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তাঁদের বাংলা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রির বন্ধুরা। 

ফেব্রুয়ারির ৪ তারিখ হচ্ছে নীল-তৃণার বিয়ের অনুষ্ঠান। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-তে বসতে চলেছেন তাঁদের রিসেপশন পার্টি। 

২০১১তে নীল-তৃণার বন্ধুত্বের সূত্রপাত। তবে একে উপর প্রতি বিশেষ অনুভূতির কথা তাঁরা বুঝতে পারেন ২০১৬ সালে এসে। সে বছর ৮ জুন নীলের জন্মদিনে তৃণাই নাকি তাঁকে প্রথম ভালোবাসার কথা জানিয়েছিলেন।

তবে নিজের মনের কথা তৃণাকে বলতে কিছুটা সময় নিয়েছিলেন নীল। ২০১৭-র ২১ জানুয়ারি তৃণার জন্মদিনে নীল শেষপর্যন্ত তাঁর ভালোবাসার কথা জানিয়ে দেন।

বিয়ের পর গ্রীসে মধুচন্দ্রিমা কাটানোর পরিকল্পনা এর আগে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান নীল-তৃণা।।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link