নৌকা করে বিয়ে করতে এলেন Neel, মণ্ডপে বরের অপেক্ষায় Trina

Thu, 04 Feb 2021-10:24 pm,

পরনে ডিজাইনার বেনারসি, গা ভর্তি গয়না। চিরাচরিত বাঙালি কনের সাজে অভিনেত্রী তৃণা সাহা। বিয়ের মণ্ডপে বর আসার অপেক্ষায়।

 

ছবি : অনসূয়া বন্দ্যোপাধ্যায়

গাড়ি কিংবা ঘোড়া নয়, নৌকা করে বিয়ে করতে এলেন নীল। ব্যাকগ্রাউন্ডে বাজল 'মেহেন্দি লাগাকে রাখনা ডলি সাজাকে রাখনা' গান। 

 

 

ছবি : অনসূয়া বন্দ্যোপাধ্যায়

রিলে নয় রিয়েলে। 'কৃষ্ণকলি'র 'নিখিল' এবার বর বেশে। বিয়ে করতে এলেন বাস্তবের নায়িকা তৃণাকে।

 

ছবি : অনসূয়া বন্দ্যোপাধ্যায়

নীলের পরনে তসরের ডিজাইনার পাঞ্জাবি। নাচতে নাচতে বিয়ের আসরে ঢুকলেন নীল। 

 

ছবি : অনসূয়া বন্দ্যোপাধ্যায়

বরযাত্রীদের সঙ্গে জমিয়ে নাচতে দেখা গেল নীলকে। 

 

ছবি : অনসূয়া বন্দ্যোপাধ্যায়

গাড়ি চড়ে বিয়ের আসরে ঢোকার মুহূর্তে অভিনেতা নীল ভট্টাচার্য।

 

ছবি : অনসূয়া বন্দ্যোপাধ্যায়

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link