Ankita Lokhande Wedding: বিদেশে ফের বিয়ে করলেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিয়ে করলেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে।
বিদেশের মাটিতে অজানা কোনও শহরে খ্রীষ্টান মতে বিয়ে করেন তিনি।
ছবিতে দেখা যায় যে খ্রীষ্টান এক প্রিস্ট তাঁদের বিয়ের শপথ পড়াচ্ছেন। বিয়ের রীতি মেনেই অঙ্কিতার ঠোঁটে ঠোঁট রাখেন তাঁরা।
এখানেই শেষ নয়, সেই শহরের নানা লোকেশনে ফটোশ্যুট করেন তাঁরা।
এদিন অঙ্কিতার পরনে ছিল গোলাপি রঙের শাড়ি, সঙ্গে মানানসই হিরের গয়না।
অন্যদিকে ভিকি পরেছিলেন সাদা-কালো প্যান্ট, স্যুট।
শহরের এদিক ওদিক ঘুরে ফটোশ্যুট করেন সদ্যবিবাহিতরা।
খ্রীষ্টান কনের মতোই অঙ্কিতার হাতে দেখা যায় একগুচ্ছ ফুল।
অঙ্কিতা ছবি পোস্ট করে লেখেন, ‘আবারও বিয়ে করলাম আমরা’।
২০২১ সালে মুম্বইয়ের ব্যবসায়ী ভিকি জৈনকে বিয়ে করেছিলেন অঙ্কিতা।
মুম্বইয়ে সাবেকি রীতি মেনেই বিয়ে করেন তাঁরা।
বিয়ের দেড় বছর পর ফের বিয়ে করে আবার খবরের শিরোনামে উঠে এসেছেন অঙ্কিতা ও ভিকি। ভাইরাল তাঁদের বিয়ের ছবি।