Devoleena Bhattacharjee: `আমার সন্তান, আমার ধর্ম, আমি বুঝব! আপনি কে?`, মা হলেন `বিতর্কিত` অভিনেত্রী দেবলীনা...

Thu, 19 Dec 2024-4:05 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee)। 

মা হলেন ‘গোপী বহু’(Gopi Bahu) খ্যাত টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। 

বুধবার, ১৮ ডিসেম্বর পুত্রসন্তানের জন্ম দেন তিনি। 

২০২২ সালের ডিসেম্বর নিজের জিম ট্রেইনার শানাওয়াজ শেখের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দেবলীনা। 

ভিনধর্মে বিয়ে করে তুমুল ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী। 

তবে সেই ট্রোলারদের পাত্তা না দিয়ে অভিনেত্রী বলেন, 'আমার বিয়ে, আমার সন্তান, আমার ধর্ম, আমি বুঝব! আপনি কে?'

দেবলীনা-শানাওয়াজ দম্পতির এটি প্রথম সন্তান। সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর জানান অভিনেত্রী। 

দেবলীনা ভট্টাচার্য তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ১৮ ডিসেম্বর আমাদের কোলজুড়ে একটি পুত্রসন্তান এসেছে।”

গত ১৫ আগস্ট সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি দিয়ে প্রেগন্যান্সির ঘোষণা করেন তিনি। 

বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৫তম আসরের আলোচিত প্রতিযোগী ছিলেন দেবলীনা। এছাড়াও হিন্দি ছোটপর্দায় তিনি জনপ্রিয়তা পান গোপী বহুর চরিত্রে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link