বিয়ে করলেন `ভানুমতির খেল`-এর অভিনেত্রী জাগৃতি গোস্বামী, পাত্র কে?

Thu, 14 Feb 2019-8:43 pm,

বিয়ে করলেন 'ভানুমতির খেল', 'আমার দুর্গা' খ্যাত অভিনেত্রী জাগৃতি গোস্বামী। (ছবি সৌজন্য : জাগৃতি গোস্বামীর ফেসবুক)

'ভানুমতির খেল' 'আমার দুর্গা' সহ আরও বেশকিছু ধারাবাহিকে দেখা গেছে জাগৃতিকে। (ছবি সৌজন্য : জাগৃতি গোস্বামীর ফেসবুক)

টেলি ধারাবাহিকে অভিনয়ের খাতিরে জাগৃতি বর্তমানে পরিচিত মুখ। (ছবি সৌজন্য : জাগৃতি গোস্বামীর ফেসবুক) 

জাগৃতির পাত্র অনিরুদ্ধ ঘটক, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র। (ছবি সৌজন্য : জাগৃতি গোস্বামীর ফেসবুক) 

জানা যাচ্ছে জাগৃতির সঙ্গে অনিরুদ্ধের সম্পর্কের বয়স ১০ বছরেরও বেশি। (ছবি সৌজন্য : জাগৃতি গোস্বামীর ফেসবুক)

সম্প্রতি অনিরুদ্ধ ঘটকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন জাগৃতি। (ছবি সৌজন্য : জাগৃতি গোস্বামীর ফেসবুক)

এর আগে বাংলা ধারাবাহিকে একাধিকবার বধূবেশে দেখা গেছে জাগৃতিকে। (ছবি সৌজন্য : জাগৃতি গোস্বামীর ফেসবুক)

তবে এবার পর্দায় নয়, এক্কেবারে বাস্তবে বিয়ের পিঁড়িতে বসলেন জাগৃতি। (ছবি সৌজন্য : জাগৃতি গোস্বামীর ফেসবুক)

বাঙালি রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েন জাগৃতি। (ছবি সৌজন্য : জাগৃতি গোস্বামীর ফেসবুক)

বিয়ের পরও অভিনয় চালিয়ে যাবেন বলে জানিয়েছেন জাগৃতি। (ছবি সৌজন্য : জাগৃতি গোস্বামীর ফেসবুক)

অনিরুদ্ধ ঘটকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার পর মুহূর্তে জাগৃতি। (ছবি সৌজন্য : জাগৃতি গোস্বামীর ফেসবুক)

গায়ে হলুদের সময় অনিরুদ্ধ। (ছবি সৌজন্য : জাগৃতি গোস্বামীর ফেসবুক)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link