Ranieeta Dash: ১৮ দিন ভেন্টিলেশনে, কিন্তু শেষরক্ষা হল না! কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর রণিতা...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোটপর্দার জনপ্রিয় মুখ রণিতা দাস। ধন্যিমেয়ে ধারাবাহিকে তিনি জনপ্রিয়তা পান। তবে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন ইষ্টি কুটুম ধারাবাহিকের দৌলতে।
শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেত্রী জানান যে কাছের মানুষকে হারিয়েছেন তিনি।
অভিনেত্রী লেখেন, ২২ দিন ধরে হাসপাতালের বিছানায় কঠিন লড়াই লড়েছেন তাঁর দিদা। কিন্তু শেষরক্ষা হয়নি।
১৮ দিন ভেন্টিলেশনে থাকার পর চলে গেলেন অভিনেত্রীর দিদা।
রণিতা লেখেন, ‘ওঁর আত্মার শান্তি কামনা করি। এই বড়দিন, এই জন্মদিন, এই নববর্ষে দিদা আমাদের সঙ্গেই ছিল'।
'মাথা নাড়িয়ে আমার সব কথার উত্তর দিত। যখন আমি হাসপাতালে ওঁর হাত ধরে বসে থাকতাম ছেলেবেলার কথা মনে পড়ত', আবেগে বিহ্বল রণিতা।
রণিতা লেখেন, 'যখন দিদা আমার হাত ধরত, শর্তহীন ভালোবাসা আর আদরে ভরিয়ে দিত।’