Ganesh Chaturthi 2023: গণেশ বন্দনায় ত্রমিলা, এলাহি আয়োজন অভিনেত্রীর...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিবারের মতো এবছরও গণেশ বন্দনায় সামিল হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। ৯-এর দশকে ত্রমিলা অভিনীত প্রথম ধারাবাহিক 'সীমারেখা'। তারপর একের পর এক ধারাবাহিকে অভিনয় করেছেন। বর্তমানে পঞ্চমী ধারাবাহিকেও অভিনয় করেন তিনি।
২০১২ সাল থেকে গণেশ পুজোর আয়োজন করছেন অভিনেত্রী। বিশেষত কন্যা রশ্মিকা হওয়ার পর এই পুজোর পরিসর বাড়ান ত্রমিলা।
স্বামী সূর্য্যশেখর দত্ত জাহাজের উচ্চপদস্থ আধিকারিক তাই বাইরেই থাকতে হয় বছরের অধিকাংশ সময়। এই বছরেও দুর্ভাগ্যবশত বাইরে। তবে মা, দিদি এবং কন্যার সহায়তায় ত্রমিলা ভট্টাচার্য নিজেই সামলেছেন পুজো।
এদিন ঠাকুরের ভোগে দেওয়া হয়েছিল বাসন্তী পোলাও, পাঁচ রকম ভাজা, পনিরের তরকারি, মিক্সড ফ্রুট চাটনি, পায়েস, গাজরের হালুয়া ।
গণেশ পুজোয় অভিনেত্রীর বাড়িতে নিমন্ত্রিত ছিলেন ৪০০ জন। সকালে হ্যালোর পরিচালক সৌমিক চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। বাকি ইন্ডাস্ট্রির সহকর্মীরা সকলেই আমন্ত্রিত ত্রমিলার পুজোয়।
এদিন মেনুতে ছিল বাসন্তী পোলাও, পনিরের তরকারি, কচুরি, ছোলার ডাল, বেগুন ভাজা, সাদা পোলাও, পনির মিক্সড ভেজ, ধোকার ডালনা, মিক্সড ফ্রুট চাটনি, লাড্ডু, গাজরের হালুয়া, পায়েস।