Neel-Trina: কলকাতায় শ্যুটে ব্যস্ত নীল, একাই মুম্বই পাড়ি দিলেন তৃণা...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার সকাল সকাল হাতে বোর্ডিং পাস নিয়ে ছবি পোস্ট করেন অভিনেত্রী তৃণা সাহা।
ক্যাপশনে লেখেন, পছন্দের জায়গায় চললাম। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জি ২৪ ঘণ্টা ডিজিটালকে জানান, মুম্বই গিয়েছেন তিনি।
সোলোট্রিপে নায়িকা? তৃণা জানান, ‘সোলোট্রিপে ঘোরাঘুরি করব তবে কিছু কাজও আছে।’
এরপরেই আইপিএল নিয়ে একটি পোস্ট করেন তৃণা।
জুহুর হোটেল থেকে বিচের একটি ভিডিয়োও পোস্ট করেছিলেন অভিনেত্রী।
অন্যদিকে শুক্রবার সেট থেকে ভিডিয়ো পোস্ট করেছেন নীল। বোঝাই যাচ্ছে, ধারাবাহিকের শ্যুটে তুমুল ব্যস্ত অভিনেতা।