পারিবারিক হিংসার শিকার হতে হয়েছে যে সব টেলিভিশন সেলেবদের
অভিনেতা নান্দিশ সান্ধুর সঙ্গে বিয়ে ভেঙে বেরিয়ে আসেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ রেশমি দেশাই। তাঁদের সম্পর্ক ভাল ছিল না বলে দাবি করেন ডিমপি। কিন্তু, নান্দিশ তাঁর উপর অত্যাচার করতেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি রেশমি
'রাহুল দুলহানিয়া লে জায়েঙ্গে' নামে একটি রিয়েলিটি শো-এর মঞ্চ থেকে ডিমপি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় রাহুল মহাজনের। কিন্তু, বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় অশান্তি। অভিযোগ, ডিমপির উপর অত্যাচার করছেন রাহুল। এরপরই বিয়ে ছেড়ে বেরিয়ে আসেন বাঙালি কন্যা ডিমপি
মাত্র ১৯ বছর বয়সে রাজা চৌধুরীকে বিয়ে করেন শ্বেতা তিওয়ারি। কিন্তু, শ্বেতাকে মারধর থেকে শুরু করে সিগারেটের ছ্যাঁকা, প্রায় সব ধরনের অত্যাচারই চালানো হত। এরপর শ্বেতার মেয়ে পালককেও খুন করার হুমকি দেন রাজা। এরপরই সংসার ছেড়ে বেরিয়ে রাজার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শ্বেতা
ববি ডার্লিং ওরফে পাখি শর্মা ২০১৬ সালে বিয়ে করেন রামনিক শর্মাকে। কিন্তু, পণের দাবিতে ববির উপর প্রায়ই অত্যাচার চালানো হত বলে অভিযোগ। তাঁকে মারধরও করা হত বলে অভিযোগ করেন ববি। এরপরই পুলিসের দ্বারস্থ হন তিনি।
২০১৭ সালে গৌরব গুপ্তাকে বিয়ে করেন মন্দনা করিমি। কিন্তু, বিয়ের পর কেরিয়ার ছেড়ে দিতে হবে বলে মন্দনা করিমির উপর চাপ দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই গৌরব গুপ্তার বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ করে পুলিসের দ্বারস্থ হন ইরানিয়ান মন্ত্রী