সস্তায় দুর্দান্ত মাইলেজের নতুন বাইক আনল টিভিএস
বৃহস্পতিবার নতুন মডেলের বাইক প্রকাশ করল টিভিএস মোটর কোম্পানি। ১১০ সিসির এই বাইকের নাম টিভিএস রেডিওন।
গ্রাহকদের মন জিততে সাধ্যের মধ্যে রাখা হয়েছে দাম। দিল্লিতে এক্স শোরুম দাম ৪৮,৪০০ টাকা।
ছোট শহর ও গ্রামীণ এলাকার যুবকদের মাথায় রেখে বাইকটি তৈরি করা হয়েছে বলে দাবি টিভিএসের।
স্টার সিটি প্লাসের ইঞ্জিন থাকছে এই বাইকে। ইঞ্জিনের ক্ষমতা ১০৯.৭ সিসি। সিঙ্গল সিলিন্ডার, থ্রি বাল্ব ও এয়ারকুলার যুক্ত বাইকের ক্ষমতা ৭০০০ rpm-এ ৮.৩ bhp।
কোম্পানির দাবি, এক লিটার পেট্রোলে ৬৯.৩ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এই বাইক।সিঙ্কোনাইজ ব্রেকিং সিস্টেম থাকায় ব্রেক নিয়ন্ত্রণে সুবিধা হবে। এতে বাইক পিছলে যাবে না বলে দাবি টিভিএসের।
সেপ্টেম্বর থেকেই টিভিএসের এই নতুন বাইক কিনতে পারবেন গ্রাহকরা। প্রথম বছরে ১ লক্ষ ইউনিট বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে কোম্পানি।
২০১২ সালে প্রথমবার অটো এক্স পো-তে টিভিএস রেডিওন প্রকাশ করা হয়েছিল। তবে সেই মডেলের চেয়ে এটি আলাদা। ওই মডেলে ১২৫ সিসির ইঞ্জিন ছিল। সেখানে এই মডেলে ১১০ সিসির ইঞ্জিন।