প্রেমিক একজন প্রেমিকা দুজন, বিয়ের কার্ড ছাপানো হল সেই মতোই, Viral বিয়ের কার্ড
নিজস্ব প্রতিবেদন: প্রেমিক একজন প্রেমিকা দুজন, বিয়ের কার্ড ছাপানো হল সেই মতই। ভালোবাসার মানুষকে কেউ ছাড়তে চায়না। তাঁকে বিয়ে করার জন্য দুজনই নাছোড়বান্দা। অগত্যা বিয়ের আয়োজন, ছাপানো হল কার্ড। কার্ডে পাত্রীর নামের জায়গায় রয়েছে দুজনের নাম।
ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। চান্দু মৌর্য নামে এক ব্যক্তির প্রেমে পড়ে দুটি মেয়ে। তারপরে তারপরে দুই মেয়ে পারস্পরিক সম্মতিতে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। একই মন্ডপে হয় তাদের বিয়ে।
চান্দু একজন কৃষক। আগে চান্দু সুন্দরী নামের একটি মেয়ের প্রেমে পড়েন, তারপরে সে তাঁকে নিজের বাড়িতে নিয়ে আসেন। ঠিক এক মাস পরে, তিনি হাসিনা নামে অন্য একটি মেয়ের প্রেমে পড়েন এবং তাঁকেও বাড়িতে নিয়ে আসেন। জানা গিয়েছে তিনজন একসঙ্গে সহবাসও করেছেন।
প্রায় এক বছর একসঙ্গে থাকার পরে তিনজন একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে সুখে জীবনযাপন করেছে তাঁরা, এই সম্পর্কক সামাজিক ভাবে স্বীকৃতি দিতে বিয়ে করার সিদ্ধান্ত নেন তাঁরা।
বছরের শুরুতে ৩ জানুয়ারিতে বিয়ে হয়। প্রায় ৬০০ জন লোক আমন্ত্রিত ছিল। চান্দুর পরিবার সহ দুই মেয়ের পরিবার এই বিয়েতে অংশ নিয়েছিলেন।