২ ঘণ্টার বৃষ্টিতে ভেসে গেল ২টি পাকা বাড়ি!
জলের তোড়ে ভেঙে গেল ২টি পাকা দোতলা বাড়ি। বিরল ঘটনার সাক্ষী থাকলেন বাঁকুড়ার জুনমেদিয়া এলাকার মানুষ। বাড়ি ভাঙার এক্সক্লুসিভ ছবি দেখুন জি ২৪ ঘণ্টায়।
বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় জল জমেছে। কেশিয়াকোল এলাকা ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। জলবন্দি বহু মানুষ।
সোমবার সকালে জলবন্দি এলাকা ঘুরে দেখতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন বিডিও।
মাত্র আধ ঘণ্টার ব্যবধান, দুপুরে দেড়টা ও বেলা আড়াইটে- বাঁকুড়ার জুনমেদিয়ায় জলের তোড়ে ভেঙে গেল দুটি পাকা বাড়ি।
গন্ধেশ্বরী নদীতে প্রবল জলোচ্ছ্বাস ও রাতভর বৃষ্টিতে নাকাল বাঁকুড়ার জনজীবন। একাধিক নদীতে জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে।
জুনমেদিয়া এলাকায় একটি খালে জল বেড়ে যায়। দুপুর দেড়টা নাগাদ ঘটে প্রথম ভয়ঙ্কর ঘটনা। খালের ধারে একটি পাকা দোতলা বাড়ি জলের তোড়ে হেলে যায়।
গ্রামবাসীরাই বাড়ির ভিতর থেকে সদস্যদের বার করে আনে। চোখের নিমেশে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাড়িটি।
শুধু তাই নয়, জলের তোড় এতটাই বেশি ছিল যে বাড়িটিকে প্রায় ৫০ মিটার পর্যন্ত ভেসে যায়।
দ্বিতীয় ঘটনা বেলা ২টো। জুনমেদিয়াতেই ভেঙে পড়ল আরও একটি পাকা দোতলা বাড়ি।
বাড়ির এক মহিলা সদস্য ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে নিজের শেষ খড়কুটোটুকু বাঁচানোর চেষ্টা করছেন।
ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের এখন প্রবেশে নিষেধাজ্ঞা জানিয়েছে স্থানীয় পুলিস প্রশাসন।