Sarsuna Accident: বড় কাছারি মন্দির দর্শন করে আর ফেরা হল না, মর্মান্তিক পরিণতি সরশুনার ২ তরুণের
বন্ধুরা মিলে গিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার বড় কাছারি মন্দির দর্শনে। সেখান থেকে আর ফেরা হল ২ বন্ধুর।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
-
বৃহস্পতিবার ভোরে বড় কাছারি মন্দির দর্শন করে থেকে বাইকে সরশুনার বাড়িতে ফিরছিলেন ২ তরুণ।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
বাইক চালাচ্ছিলেন শুভজিত্ মণ্ডল। বন্ধুদের সঙ্গে ছিল একাদশ শ্রেণির ছাত্র সৌমজিত্ মিশ্র(১৮)
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
রাস্তায় আলো কম থাকায় ভোর ৪টে নাগাদ বিষ্ণপুর থানার বিবিরহাটের কাছে একটি জায়গায় প্রবল গতিতে একটি গাছে ধাক্কা মারে শুভজিতের বাইক। এমনটাই জানিয়েছেন তার অন্যান্য বন্ধুরা।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
প্রবল ওই ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে সৌমজিত্ ও শুভজিত্। সৌমজিত্কে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়। শুভজিত্ক পাঠানো হয় বেহালার এক বেসরকারি হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল