উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জমজমাট লড়াই
# সোমবার সুইত্জারল্যান্ডের নিওঁতে চ্যাম্পিয়ন্স লিগের নক-আউটের ড্র অনুষ্ঠিত হয়।
# নক আউটে গত বারের রানার্স লিভারপুলের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন জার্মানির বায়ার্ন মিউনিখ।
# শেষ ষোলোয় পিএসজির সামনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
# নক আউটে কঠিন প্রতিপক্ষ জুভেন্তাসের। রোনাল্ডোদের সামনে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ।
# বরুশিয়া ডর্টমুন্ডের লড়াই টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে।
# ম্যাঞ্চেস্টার সিটির প্রতিপক্ষ শালকে।
# রাউন্ড অব সিক্সটিনে পোর্তোর মুখোমুখি হবে রোমা।
# অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করা বার্সেলোনার সামনে লিঁও।
# গত তিন বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনে আয়াক্স।
# শেষ ষোলোয় প্রথম লেগের ম্যাচগুলি হবে ২০১৯ সালের ১২-১৩ ও ১৯-২০ ফেব্রুয়ারি। আর ফিরতি লেগ হবে ৫-৬ ও ১২-১৩ মার্চ।
# ২০১৯ সালের পয়লা জুন মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।