ইউরো ২০২০-র যোগ্যতাপর্বে কঠিন গ্রুপে জার্মানি, সহজ গ্রুপে ফ্রান্স

Sukhendu Sarkar Mon, 03 Dec 2018-1:18 pm,

# রবিবার ডাবলিনে হয়ে গেল ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের যোগ্যতাপর্বের ড্র অনুষ্ঠান। কোন গ্রুপে কোন কোন দল একবার দেখে নিন।  

 

# গ্রুপ-এ : ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, মন্টেনেগ্রো, কসোভো

 

# গ্রুপ-বি : পর্তুগাল, ইউক্রেন, সার্বিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ

# গ্রুপ-সি : নেদারল্যান্ডস, জার্মানি, নর্দান আয়ারল্যান্ড, এস্তোনিয়া, বেলারুশ

# গ্রুপ-ডি : সুইত্জারল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, জর্জিয়া, জিব্রাল্টার

# গ্রুপ-ই : ক্রোয়েশিয়া, ওয়েলস, স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান

 

# গ্রুপ-এফ : স্পেন, সুইডেন, নরওয়ে, রোমানিয়া, ফারো আইল্যান্ডস, মালটা

 

# গ্রুপ-জি : পোল্যান্ড, অস্ট্রিয়া, ইজরায়েল, স্লোভেনিয়া, ম্যাসেডোনিয়া, লাটভিয়া

# গ্রুপ-এইচ : ফ্রান্স, আইসল্যান্ড, তুরস্ক, আলবানিয়া, মলদোভা, অ্যান্ডোরা

# গ্রুপ-আই : বেলজিয়াম, রাশিয়া, স্কটল্যান্ড, সাইপ্রাস, কাজাখাস্তান, সান মারিনো

 

# গ্রুপ-জে : ইতালি, বসনিয়া-হার্জেগোভিনা, ফিনল্যান্ড, গ্রিস, আর্মেনিয়া, লিচেনস্টাইন

# এই দশটি গ্রুপের প্রথম দুটি করে দল যাবে ইউরোর মূলপর্বে। আর বাকি চারটি দল ঠিক হবে উয়েফা নেশনস লিগের প্লে অফ থেকে। যা ২০২০ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link