ক্রোয়েশিয়াকে হারিয়ে উয়েফা নেশনস লিগের শেষ চারে ইংল্যান্ড

Sukhendu Sarkar Mon, 19 Nov 2018-2:35 pm,

# লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে উয়েফা নেশনস লিগে, এ-লিগের গ্রুপ-৪ এর ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড।

 

# প্রথমার্ধে একচেটিয়া আক্রমণ করেও ক্রোটদের রক্ষণ ভাঙতে পারেনি ইংল্যান্ড।

# দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে ক্রেমারিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

# ৭৮ মিনিটে জেসি লিংগার্ডের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড।

# ৮৫ মিনিটে হ্যারি কেনের গোলে জয় ছিনিয়ে নেয় ব্রিটিশরা।

 

# রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে ২-১ ব্যবধানে হারের মধুর প্রতিশোধ নিল থ্রি-লায়নসরা। ক্রোটদের ২-১ গোলে হারিয়ে গ্যারেথ সাউথগেটের দল পৌঁছে গেল উয়েফা নেশনস লিগের সেমি-ফাইনালে।

 

# গ্রুপ পর্বে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে স্পেনকে ছিটকে দিয়ে উয়েফা নেশনস লিগের শেষ চারে চলে গেল থ্রি-লায়ন্স৷

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link