Seamount in Pacific Ocean: অবিশ্বাস্য! সমুদ্রের তলায় বুর্জ খলিফার চার গুণ উঁচু পর্বত...

Soumitra Sen Sat, 21 Sep 2024-5:44 pm,

প্রশান্ত মহাসাগরের নাজকা রিজ অঞ্চলের আশপাশে অসংখ্য ডুবোপাহাড় ও পর্বত রয়েছে।

এ বিষয়ে বিজ্ঞানীরা বলেন, শব্দতরঙ্গকে জলের নীচে পাঠানো হলে সমুদ্রতল থেকে তা বাধা পেয়ে ফিরে আসে। এই সময়টা পরিমাপ করে সমুদ্রতলের অবস্থা সম্পর্কে জানতে পারা যায়।

কিন্তু কতটা আমরা জানতে পারি? পৃথিবীপৃষ্ঠে তিন-চতুর্থাংশ সমুদ্রতল। এর মধ্যে মাত্র ২৬ শতাংশ সমুদ্রতলের ম্যাপ তৈরি করা গিয়েছে।

প্রশান্ত মহাসাগরের নীচে এই অনুসন্ধানের সময় একটি বিশাল প্রবালবাগানও খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। সেই বাগানটি তিনটি টেনিস কোর্টের আকারের চেয়েও বড়। শুধু তা-ই নয়, ওই এলাকায় একটি বিরল প্রজাতির স্কুইডেরও খোঁজ পেয়েছেন তাঁরা।

 দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অসাধারণ জীববৈচিত্র্য দেখা যায়। এ অঞ্চলে একটি ক্যাসপার অক্টোপাসও দেখা গিয়েছে।

আগের সামুদ্রিক অভিযানগুলিতে ১৫০টিরও বেশি অজানা প্রজাতির প্রাণীর খোঁজ পেয়েছিলেন বিজ্ঞানীরা। মনে করা হচ্ছে, এবারের গবেষণা থেকে আরও বেশি সংখ্যক বিরল প্রাণীর তথ্য জানা যাবে। বুর্জ খলিফার চারগুণ উঁচু পর্বতের এত মহিমা!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link