Union Budget 2020: এবার বাজেটে কীসের কীসের দাম বাড়ল বা কমল, জেনে নিন

Sat, 01 Feb 2020-4:58 pm,

নিজস্ব প্রতিবেদন : সংসদে ২০২০-২১ অর্থবর্ষের বাজেট (Union Budget 2020) পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দ্বিতীয় মোদী সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট।

এবারের বাজেটে নয়া কর কাঠামোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নয়া কাঠামোয় অনেকটা কমানো হয়েছে আয়কর। তবে তুলে নেওয়া হয়েছে বেশকিছু ছাড়ের সুবিধা।

পাশাপাশি এবারের বাজেটের পর বাড়ছে স্টিল, অ্যালুমিনিয়াম, তামা, চিনামাটি ও মাটির বাসনপত্রের দাম। কারণ এগুলির আমদানি-রফতানি শুল্ক দ্বিগুণ হয়ে ২০ শতাংশ হচ্ছে। 

ঘর-গেরস্থালির ক্ষেত্রে দাম বাড়ছে ঝাঁটা, ফ্যান, ওয়াটার হিটার, ম্যাট্রেস, ল্যাম্প, রেফ্রিজেরাটের ও এসি-র কমপ্রেশরের।

রান্নাঘরে দাম বাড়ছে মিক্সি, টোস্টার, চা-কফি মেকার, কুকার, পেপার ট্রে-র।

রূপচর্চার ক্ষেত্রেও খরচ বাড়ছে। দাম বাড়ছে চিরুনি, হেয়ার ড্রায়ার, ট্রিমার, ক্লিপ, ইমিটেশন গয়না, আয়নার।

আমদানিকৃত আসবাবপত্র ও জুতোর দাম বাড়ছে। দাম বাড়ছে বিদেশি পুতুলের।

দাম বাড়ছে ক্যাটালাইটিক কনভার্টার, গাড়ির যন্ত্রাংশের। দাম বাড়ছে স্কুটারের।

সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের উপরও বাড়ছে আবগারি শুল্ক । ফলে বাড়ছে দাম।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link