কোভিডে বাড়ছে ইয়ং জেনারেশনের হার্ট অ্য়াটাকের বিপদ? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দিলেন উত্তর...

Tue, 04 Apr 2023-1:19 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোভিডের সঙ্গে যোগ রয়েছে হার্ট অ্যাটাকের? কোভিডের টিকা বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি? এমন নানাবিধ সম্ভাবনাময় প্রশ্নে দেখা দিয়েছে উদ্বেগ। 

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মাণ্ডব্য বললেন, কোভিডের সঙ্গে  হার্ট অ্যাটাকের  কোনওভাবে কোনও যোগ রয়েছে কিনা, সেই বিষয়ে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক।

তিনি বলেন, 'সাম্প্রতিককালে কোভিড আক্রান্ত কমবয়সীদের মধ্যে হার্ট অ্যাটাক বাড়ার যে প্রবণতা দেখা দিয়েছে, তা নিয়ে সরকার গবেষণা চালাচ্ছে। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে রেজাল্ট হাতে চলে আসবে।'

পাশাপাশি, তিনি আরও বলেন, দেশে কোভিডের চতুর্থ ঢেউ আছড়ে পড়তে চলেছে। তাই সবার সতর্ক হওয়া প্রয়োজন। আগের বার ওমিক্রনের সাব-ভ্যারিয়ান্ট BF.৭-এর জন্য কোভিডের বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছিল। এবার করোনার গ্রাফ  ঊর্ধ্বমুখী হওয়ার পিছনে রয়েছে XBB১.১৬ সাব-ভ্যারিয়ান্ট।

দেশে করোনার সংক্রমণ বাড়ায় আইসিইউ বেড, অক্সিজেন সরবরাহ সহ  অন্যান্য জরুরি ব্যবস্থা ঠিকঠাক মজুত রয়েছে কিনা, তার উপরও সরকারের কড়া নজর রয়েছে বলে জানান তিনি।

দেশমুখ মাণ্ডব্য বলেন, করোনাভাইরাস এমন একটি ভাইরাস, যা ক্রমাগত মিউটেশনের মধ্যে দিয়ে নিজের জিনগত চরিত্র বদলে চলেছে। এখনও পর্যন্ত ভারতে কোভিডের ২১৪টি ভিন্ন ভ্যারিয়ান্ট পাওয়া গিয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link