একসঙ্গে ৭ বছর, বিবাহবার্ষীকিতে ভাইরাল সইফ-করিনার বিয়ের ছবি
২০১২ সালের ১৬ অক্টোবর সইফ আলি খানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন করিনা কাপুর। বলিউডের অন্যতম রাজকীয় বিয়ে হিসেবে পরিচিত সইফ-করিনার সাতপাকে বাঁধা পড়ার ঘটনা। বুধবার নবাব-বেগমের ৭ বছরের বিবাহবার্ষীকি। বিবাহবার্ষীকিতে ভাইরাল হল সইফ আলি খান এবং করিনা কাপুর খানের বিয়ের বেশ কয়েকটি ছবি। যেখানে একেবারে রাজকীয় পোশাকে দেখা যায় সইফ-করিনাকে। পতৌদির নবাবের সঙ্গে কাপুর পরিবারের রাজন্যার বিয়েতে রাজকীয় পোশাকে হাজির হন শর্মিলা ঠাকুর, সোহা আলি খান-রা। দেখুন সেই ছবি