Urfi Javed: ‘পোশাকের কারণে নয়’, দুবাই পুলিসের হাতে আটক প্রসঙ্গে মুখ খুললেন উর্ফি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুবাইয়ে শ্যুটিং করতে গিয়ে বিপাকে পড়েছেন উর্ফি, এই ঘটনায় সরগরম সোশ্যাল মিডিয়া।
সোমবার উর্ফির এক ঘনিষ্ঠ জানিয়েছিলেন, ‘তাঁর বানানো একটি পোশাক পরে ইনস্টাগ্রামের জন্য শ্যুট করছিলেন অভিনেত্রী, যা দুবাই পুলিসের মতে একটু বেশিই খোলামেলা। যদিও সেই পোশাক নিয়ে দুবাই পুলিসের কোনও আপত্তি নেই।’
উর্ফি ঘনিষ্টর দাবি ছিল, ‘তাঁদের আপত্তি যে জায়গায় উর্ফি এই পোশাক পরে শ্যুট করছিলেন, সেটি একটি ওপেন এরিয়া। সেখানে ঐ পোশাক পরার বা শ্যুট করার অনুমতি নেই। তাঁকে আটক করে ইতমধ্যেই পুলিস জিজ্ঞাসাবাদ করছে। দেখা যাক কী হয়!’
সম্প্রতি উর্ফির সোশ্যাল মিডিয়া দেখে বোঝা যাচ্ছে যে, আপাতত বাকুতে শ্যুটিং করছেন তিনি।
বিদেশ থেকে এবার এই প্রসঙ্গে মুখ খুললেন উর্ফি।
উর্ফি বলেন, ‘পুলিস তাঁকে আটক করেননি। ঐ লোকেশন নিয়ে কিছু সমস্যা ছিল। ঐ পাবলিক প্লেসে আগে শ্যুটিংয়ের অনুমতি ছিল। কিন্তু প্রোডাকশন টিম একটু বেশি সময় নিয়ে নেয়, সেই কারণেই পুলিস এসে শ্যুটিং বন্ধ করে দেয়।’
উর্ফি বলেন, ‘এর সঙ্গে আমার পোশাকের কোনও সম্পর্ক নেই। আমরা পরের দিন ওখানেই শ্যুট করেছি।’