Uorfi Javed: নিজের টপ নিজেই ছিঁড়ে খাচ্ছেন উর্ফি, কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের টপই ছিঁড়ে চিবোচ্ছেন উর্ফি, তার এই কান্ড দেখে অবাক নেটপাড়া।
বাবল গাম দিয়ে নিজের পোশাক তৈরি করেছেন উর্ফি।
এর আগেও এই কান্ড ঘটিয়েছিলেন তিনি। সেবার ক্যান্ডি ফ্লস দিয়ে বানিয়েছিলেন পোশাক।
আর এবার বাবল গাম দিয়ে পোশাক বানিয়ে ফের সাড়া জাগিয়েছেন উর্ফি।
আগে কিউয়ি দিয়েও পোশাক বানিয়েছিলেন উর্ফি। সেই সময় তাঁকে সেই কিউয়ি খেতেও দেখা গিয়েছিল।
কখনও আবার পোশাক না পরে ব্রেকফাস্ট প্ল্যাটার দিয়ে স্তন ঢেকেছিলেন উর্ফি।
তবে এবার বাবল গামের পোশাক পরে ছবি পোস্ট করার পরেই ঝড়ের গতিতে ভাইরাল সেই ছবি।