করুণাময়ী বাসস্ট্যান্ডে ৩ বিশাল আকৃতির তক্ষক-সহ গ্রেফতার বাংলা ছবির নায়ক
পুলিসের জালে আপকামিং বাংলা ছবির হিরো।
তিনটি বিশাল আকৃতির তক্ষক-সহ মঙ্গলবার বিকেলে বন দফতরের অফিসারদের হাতে ধরা পড়লেন বাংলা ছবির নায়ক অভিজিত্ মণ্ডল। ‘নতুন সকাল’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন অভিজিত্। এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি।
বন দফতরের কাছে খবর ছিল সল্টলেকে তক্ষক কোনাবেচার কারবার চলছে। এরকমই একটি ডিল হচ্ছে করুণাময়ী বাসস্ট্যান্ডে।
ওয়াইল্ড লাইফের ইনস্পেক্টর অভিষেক কুমার জানান, ওই খবরের ভিত্তিতেই করুণাময়ী বাসস্ট্যান্ডে ওঁত্ পেতে ছিলেন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের অফিসাররা।
করুণাময়ী বাসস্ট্যান্ডে ধৃত ৩ যুবক ব্যাগ নিয়ে বাস থেকে নামতেই সন্দেহ হয় তাঁদের। সেই ব্যাগ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩টি বড় আকারের তক্ষক। এরপরই গ্রেফতার করা হয় অভিজিত্ ও তার ২ সঙ্গী নিমাই মণ্ডল ও রতন গাইনকে। এদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা এলাকায়। কার কাছে ওই তক্ষকগুলি তারা বিক্রি করতে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।