Upper Primary Recruitmet: কবে নিয়োগ মাননীয়া! খালি গায়ে মহানগরের রাস্তায় কাতর প্রশ্ন চাকরিপ্রার্থীদের

Tue, 03 Oct 2023-4:55 pm,

পুজোর আগে ফের রাজপথে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। ঢাকডোল পিটিয়ে, রাস্তায় ডণ্ডীকেটে নিয়োগের দাবিতে সোচ্চার হলেন তাঁরা। -তথ্য ও ছবি-রণয় তেওয়ারি

শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত ঢাক বাজিয়ে, উলু-শাঁখ বাজিয়ে তাদের ক্ষোভের কথা জানালেন তাঁরা। মুখে স্লোগান, চাকরি চাই, চাকরি চাই। -তথ্য ও ছবি-রণয় তেওয়ারি

চাকরিপ্রার্থীদের বক্তব্য, প্রতিবছর পুজোর আগে মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়। গত সাড়ে নয় বছরে সেই প্রতিশ্রুতিতে কোনও কাজই হয়নি। তাই ওঁকে আজ আমরা ফের ঢাকে কাঠি দিয়ে জানাতে চাইছি, আমরা রাজপথে রয়েছি। -তথ্য ও ছবি-রণয় তেওয়ারি

খালি গায়ে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানান আপারপ্রাইমারির চাকরিপ্রার্থীরা। -তথ্য ও ছবি-রণয় তেওয়ারি

ধর্মতলায় রাস্তায় শুয়ে পড়ে এক চাকরিপ্রার্থী বলেন, মাননীয়া আপনি রাজ্যের বকেয়া আদায়ে দিল্লি যাচ্ছেন। অথচ আপনার রাজ্যে কী হচ্ছে?

রাজ্যে আপার প্রাইমারিতে ১৪ হাজারেরও বেশি পদ শূন্য। তিন বার নিয়োগের ঘোষণা করেছেন। এবছর পুজোর আগে নিয়োগ হবে বলেছিলেন। কিন্তু কবে নিয়োগ মাননীয়া?  আপনি আপনার প্রতিশ্রুতি পালন করুন। -তথ্য ও ছবি-রণয় তেওয়ারি

 

এবার নিয়োগ না হলে এবার নবান্ন অভিযানের ঘোষণা চাকরি প্রার্থীরা। পুজোর আগে কাউন্সেলিংয়ের দাবি জানালেন চাকরিপ্রার্থীরা। -তথ্য ও ছবি-রণয় তেওয়ারি

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link