ইউপিএসসি-তে জয়জয়কার ভারতের `বেটিদের`, প্রথম চারে চারজনই মেয়ে!

Tue, 23 May 2023-8:36 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রকাশিত হয়েছে পাবলিক সার্ভিস ২০২২ পরীক্ষার ফলাফল। রেজাল্ট বেরতেই দেখা গেল এবার প্রথম চারে চারজন-ই মেয়ে। আইএএস, আইপিএস, আইএফএস সহ কেন্দ্রীয় সরকারের সিভিল সার্ভিসের বিভিন্ন শাখায় নিয়োগের জন্য মোট ৯৩৩ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রথম হয়েছেন ইশিতা কিশোর। ইশিতা দিল্লি ইউনিভার্সিটির শ্রীরাম কলেজ থেকে কমার্সে স্নাতক।

দ্বিতীয় হয়েছেন গরিমা লোহিয়া। গরিমাও দিল্লি ইউনিভার্সিটির কিরোরিমাল কলেজ থেকে কমার্সে স্নাতক।

তৃতীয় হয়েছেন উমা হারাথি এন। উমা হায়দরাবাদ আইআইটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বি.টেক ডিগ্রি নিয়ে স্নাতক।

আর চতুর্থ হয়েছেন স্মৃতি মিশ্র। দিল্লি ইউনিভার্সিটির মিরান্ডা হাউজ অফ কলেজ থেকে স্নাতক স্মৃতি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link