Urfi Javed: কখনও ফটো দিয়ে তৈরি কখনও আবার শুধু সেফটি পিনের, কে ডিজাইন করেন উর্ফির বিতর্কিত পোশাক?
নিজস্ব প্রতিবেদন: কখনও চেন দিয়ে কখনও নিজের ছবি জুড়ে বারবার বিতর্কে মুখে পড়েন মডেল অভিনেতা উর্ফি জাভেদ। তাঁর খোলামেলা পোশাকের জন্য সবসময়ই কটাক্ষের শিকার হন তিনি।
এবার সেফটি পিন জুড়ে জুড়ে পোশাক তৈরি করেছেন উর্ফি।
কালো রঙের বিকিনির উপর সেই সেফটি পিনের পোশাক পরেছেন উর্ফি।
উর্ফির সেই পোশাক দেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
উর্ফি নিজেই জানিয়েছেন যে এই পোশাকের আইডিয়া তাঁর নিজেরই। তাঁকে সাহায্য করেছেন তাঁর হেয়ার স্টাইলিস্ট। এই পোশাক বানাতে তিনদিন সময় লেগেছে।
আসলে উর্ফি যা পোশাক পরেন সেগুলো সবকটাই তাঁর নিজেরই ডিজাইন করা।