রাহুলকে হারিয়ে ডিজিটাল দুনিয়ায় হিরো নরেন্দ্র মোদী, দাবি মার্কিন সমীক্ষার

Fri, 05 Apr 2019-10:20 pm,

অনলাইনে নেটিজেনরা সবচেয়ে বেশি খোঁজেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ভারতীয় রাজনীতিকদের মধ্যে তাই মোদী এক নম্বরে।

একটি মার্কিন সংস্থার গবেষণায় উঠে এসেছে এই তথ্য। তাতে দেখা যাচ্ছে ২০১৮ সালে ৭.২৪ মিলিয়ন নেটিজেন অনলাইনে মোদীকে নিয়ে সার্চ করেছেন।  ২০১৯ সালের এই কয়েকমাসে সেই সংখ্যাটা পৌঁছেছে ১.৮২ মিলিয়নে।

মার্কিন যুক্তরাষ্ট্রের অনলাইন ভিজিবিলিটি প্ল্যাটফর্ম SEMrush নামে ওই সংস্থার রিপোর্ট বলছে, ফেসবুকেও মোদীর জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। ফেব্রুয়ারি ২০১৯ থেকে মার্চ ২০১৯-এর মোদীর ফেসবুক ফলোয়ার বেড়েছে ৬৮ শতাংশেরও বেশি।

অনলাইন সার্চের নিরিখে কংগ্রেসের অবস্থান অনেকটাই ভালো হয়েছে। ডিসেম্বর ২০১৮-তে কংগ্রেস সম্বন্ধে অনলাইনে সবচেয়ে বেশি সার্চিং হয়েছে।

২০১৯ অনলাইন সার্চের নিরিখে মোদীর পরেই রয়েছেন তাঁর প্রবল প্রতিপক্ষ রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতিকে নিয়ে এখনও পর্যন্ত ১.৫ মিলিয়ন নেটিজেন অনলাইনে সার্চ করেছেন।

রাহুল গান্ধীর দিদি প্রিয়ঙ্কা গান্ধী কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছেন। তাঁর সম্পর্কে খোঁজখবরের প্রবণতা অনলাইনে ক্রমশ বাড়ছে।

সমীক্ষাকারী সংস্থার তরফে জানানো হয়েছে, তারা কিছু কি ওয়ার্ডের উপর ভিত্তি করেই এই সমীক্ষা করেন। তাতে দেখা যায় অনলাইনে সব চেয়ে সার্চ হয়েছে একটাই প্রশ্ন, Who is Narendra Modi?

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link