ভারতের পর এবার মার্কিন মুলুকেও চিনা অ্যাপ ব্যান?

Thu, 09 Jul 2020-1:51 pm,

ট্রেড ওয়ারের তিক্ততা তো ছিলই। পাশাপাশি করোনাভাইরাস পরিস্থিতিতে বারবার চিনের বিরুদ্ধে সরব হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম। এবার চিনকে কীভাবে কূটনৈতিক চাপে রাখা যায়, তা নিয়ে ভাবছেন বলে জানালেন ট্রাম্প। আর সেই প্রক্রিয়ার মধ্যে অ্যাপ ব্যানের ভাবনাও অন্যতম।

 

মঙ্গলবার টিকটক বন্ধ করার কথা সরকার ভাবছে বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। গত সপ্তাহেই সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও জানান, টিকটক, উইচ্যাট-সহ বিভিন্ন চিনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে মার্কিন ব্যবহারকারীদের উপর নজরদারি চালাচ্ছে চিন। তাই এ বিষয়ে কড়া পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বাইটড্যান্স।

বুধবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেইলেইঘ ম্যাকইনানি জানান, "চিনের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ কি হবে তা এখনই আমি বলব না। তবে, এটুকু বলতে পারি যে চিনের বিরুদ্ধে বেশ কড়া অ্যাকশন নেওয়া হতে চলেছে।" 

একই সঙ্গে হংকংয়ের প্রতিবাদে চিনের আচরণ নিয়েও নিন্দা করেছে হোয়াইট হাউজের প্রতিনিধিরা। 

কড়া পদক্ষেপগুলির মধ্যে একটি যদি অ্যাপ ব্যান ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে ভারতের পর আরও একটি বিশাল বাজার হারাবে চিনা অ্যাপ ডেভেলপিং সংস্থাগুলি। ফলে, বাণিজ্যিক দিক থেকে আরও চাপে পড়বে বেজিং।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link