কলকাতা মেডিকেল কলেজের ইতিউতি ছড়িয়ে পিপিই, গ্লাভস, মাস্ক, ছড়াচ্ছে আতঙ্ক

Thu, 04 Jun 2020-8:03 pm,

তন্ময় প্রামাণিক: করোনা রুখতে ব্যবহার করা পিপিই, গ্লাভস, মাস্ক চশমা যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের অভ্যন্তরে। 

এখন প্রাণ বাঁচানোর সামগ্রিক নয় যেন প্রাণ হরণের চেষ্টা করছে কলকাতা মেডিকেল কলেজ চত্বরে। আশঙ্কা তেমনই।

কলেজ চত্বরে সুপার স্পেশালিটি ব্লক বা এসএসবি করোনা চিকিৎসার প্রধান কেন্দ্র। সেখানেই একাধিক ফ্লোরে পড়ে রয়েছে পিপি, মাস্ক গ্লাভস-সহ ছেড়ে যাওয়া একাধিক সামগ্রী।

স্তুপাকৃতি হয়ে পড়ে রয়েছে। যেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। কারণ এই সামগ্রী পরেই করোনা আক্রান্তদের চিকিৎসা এবং তাদের নানান রকম সাহায্যের কাজ করছেন চিকিৎসক নার্স এবং কর্মীরা। এখন ফেলে দেওয়া সেইসব সামগ্রীর একাংশই পড়ে রয়েছে চত্বরের বিভিন্ন জায়গায়।  

শুধু এসএসবি নয় হাসপাতাল চত্বরে যেখানে সেখানে পড়ে রয়েছে গ্লাভস ব্যবহার করা মাস্ক ব্যবহার করার চশমা কিংবা পিপিই-র কোন অংশ।

বিশেষজ্ঞদের আশঙ্কা এখান থেকেই ফের ছড়িয়ে পড়তে পারে করোনার সংক্রমণ। অথচ নির্দিষ্ট জায়গা রয়েছে ফেলে দেওয়ার।

এ প্রসঙ্গে হাসপাতালের এক কর্তা  বলেন ,এমনটা হওয়ার কথা নয়। যারা এগুলো ফেলছেন তারা ঠিক কাজ করছেন না। এরা সচেতন হওয়ার দরকার। ফেলে রাখার জন্য সমস্ত রকম বাস্কেট রেডি করা আছে। কেন সেখানে ফেলা হচ্ছে না সেটা খোঁজ নেয়া হচ্ছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link