গুগলে চাকরি পেতে চান? এই প্রশ্নগুলির উত্তর আপনার জানা আছে তো!

Sun, 03 Jun 2018-11:27 am,

গুগলে চাকরি করার স্বপ্নটা তরুণ প্রজন্মের অনেকেই দেখেন। কিন্তু গুগল-এর ইন্টারভিউ-এ একজন প্রার্থিকে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় জানেন? একবার দেখে নিন তো এই প্রশ্নগুলির উত্তর আপনার জানা আছে কিনা!

২০১৬-র জানুয়ারিতে এই প্রশ্নটি করা হয়: HTML 5-এর গুরুত্ব এবং কার্যকারীতা নিজের ঠাকুরমাকে কী ভাবে বোঝাবেন?

২০১৫-র ডিসেম্বরে এই প্রশ্নটি করা হয়: আপনাকে ১ বিলিয়ান ডলার (প্রায় ৬,৭৫০ কোটি টাকা) দেওয়া হলে তা দিয়ে মানবসভ্যতার সবচেয়ে বড় সমস্যার সমাধান কী করে করবেন?

‘গেটওয়ে অফ ইন্ডিয়া’র (মুম্বই) সামনে দাঁড়িয়ে থাকা কোনও ব্যক্তিকে ইন্ডিয়া গেট (দিল্লি) যাওরার নির্দেশ গুগল ম্যাপের সাহায্যে কী ভাবে বোঝাবেন?

২০১৫-র ফেব্রুয়ারি এই প্রশ্নটি করা হয়: যদি কোনও ব্যাঙ্কের ডেটাবেস আপনাকে দেওয়া হলে সেটির সাহায্যে কী ভাবে একটি এটিএম মেশিন জিডাইন করবেন যা প্রবীণ নাগরিকদের জন্যেও সহজবোধ্য হবে?

২০১৫-র নভেম্বরে এই প্রশ্নটি করা হয়: সানফ্র্যান্সিস্কোর শহরতলির মানুষের যে আশ্রহীনতার সমস্যা রয়েছে, তার সমাধান করবেন কী করে?

২০১৪-র নভেম্বরে এই প্রশ্নটি করা হয়: কোনও বিল্ডিংয়ের আপতকালীন প্রস্থানের পথ পরিকল্পনা (ডিজাইন) করুন।

২০১৫-র সেপ্টেম্বরে এই প্রশ্নটি করা হয়: একটি কয়েনকে ১০০০ বার ‘টস’ করায় ৫৬০ বার ‘হেড’ পড়েছে। আপনি কি কয়েনটিকে পক্ষপাতদুষ্ট বলে মনে করেন?

মে, ২০১৪-এ এই প্রশ্নটি করা হয়: খড়ের গাদার মধ্যে থেকে একটি সুঁচ খুঁজে বের করতে কী কী উপায় ভাবতে পারেন?

দিনে কতবার ঘড়ির তিনটি কাঁটা একে অপরকে অতিক্রম করে?

একটি লাঠিকে ৩টি টুকরো করে ত্রিভুজ তৈরি সম্ভাবনা কতটা?

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link