Utpal Dutta: রাজনীতিভাবনা থেকে অভিনয়কর্ম-- এক বিচিত্র পারফর্মার

Soumitra Sen Tue, 29 Mar 2022-7:31 pm,

বহুমুখী। বিচিত্রধর্মী। বিচিত্রকর্মাও বলা চলে তাঁকে। তিনি নাটক-থিয়েটার-যাত্রা-সিনেমা-- নানা মাধ্যমের মধ্যে দিয়ে খুঁজে নিয়েছিলেন তাঁর প্রতিভার নিজস্ব সৃজনক্ষেত্র। সত্যজিৎ রায় মৃণাল সেনের সঙ্গে কাজ করেছেন, উত্তম-সুচিত্রার সঙ্গে কাজ করেছেন। দাপিয়ে বেড়িয়েছেন টলিউড-বলিউড। নিজেকে গড়েছেনও যেমন, ভেঙেছেনও তেমন নির্মম ভাবে। তিনি কখনও ভিলেন, কখনও নিছক ভাঁড়, কখনও আবার দোর্দণ্ডপ্রতাপ ফাদার ফিগার, কখনও বিশুদ্ধ কমেডিয়ান। আজ, ২৯ মার্চ উৎপল দত্তের জন্মদিন।

গণনাট্যের ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয়। তবে তাঁর মূল ছিল শেক্সপিরীয় নাট্যভুবনেই। কিন্তু তিনি নিজেকে ক্রমশ টেনে নিয়েছেন নতুন নতুন বৃত্তে। শেক্সপিয়ারের অভিজাত অভিনয়শিল্প থেকে তিনি ক্রমে সাধারণের মনোভাবনার স্তরে চলে আসেন। 

দর্শনের দিক থেকে তিনি ছিলেন বামপন্থী ও মার্ক্সবাদী। তাঁর বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে 'টিনের তলোয়ার', 'মানুষের অধিকার' 'কল্লোল' 'ব্যারিকেড' ইত্যাদি। তাঁর নাটকগুলিকে ৩ ভাগে ভাগ করা যায়-- পূর্ণাঙ্গ নাটক, পথনাটিকা, যাত্রাপালা।

শোনা যায়, তিনি নাকি বলতেন, তিনি পর্দায় অভিনয় করেন টাকার জন্য। নাটকই তাঁর প্রকৃত কর্মক্ষেত্র।   

কিন্তু বাংলাছবির দর্শকেরা সম্ভবত তা বলেন না, ভাবেন না। কেননা, রুপোলি পর্দায় তিনি যেসব কাজ করেছেন, তার বেশ কয়েকটি ইতিহাসে থেকে যাওয়ার মতো।

হিন্দি ছবিতেও তিনি এমন কিছু কাজ করেছেন যার জেরে তাঁর অভিনয়কুশলতা নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক। শেষ বিচারে বামপন্থার প্রতি আজীবন ঝুঁকে থাকা মানুষটি শিল্পের ক্ষেত্রে, সৃজনের ক্ষেত্রে এমন কিছু অর্জন করেছেন যা আজও রসজ্ঞের চর্চার বিষয় হয়ে রয়ে গিয়েছে।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link