#উৎসব: মহাষষ্ঠীর রীতি মেনে বেলুড়মঠে উমা বন্দনা শুরু, জেনে নিন পুজোর নির্ঘণ্ট

Mon, 11 Oct 2021-10:44 am,

নিজস্ব প্রতিবেদন : রীতি মেনে আজ শুরু হল বেলুড়মঠের দুর্গাপুজো।

মহাষষ্ঠীর রীতি মেনে এদিন সকালে পুজোপাঠ করা হয় বেলুড়মঠে। 

সকালে সূর্যোদয়ের সঙ্গেই বেলুড়মঠের সন্ন্যাসী এবং ব্রহ্মচারী মহারাজরা শ্রীশ্রীমায়ের ঘাটে স্নান করেন। 

 

তারপর পবিত্র গঙ্গা জলপূর্ণ মঙ্গলঘট নিয়ে প্রথমে মায়ের মন্দিরে গিয়ে মাকে প্রণাম করেন। 

এরপর সম্মিলিতভাবে ঢাক-বাদ্যি বাজিয়ে সেই মঙ্গলঘট মাথায় করে চণ্ডীমণ্ডপে আনেন। 

তারপর সেই মঙ্গলঘট চণ্ডীমণ্ডপে রেখে রীতি মেনে তা পুজো করেন।  

আজ সন্ধ্যায় এই ঘট-ই মায়ের মৃন্ময়ী মূর্তির সামনে স্থাপন করে শুরু হবে মায়ের বোধন, আমন্ত্রণ এবং অধিবাস।

বলাই বাহুল্য যে, বেলুড়মঠের পুজোর দিকে নজর থাকে সারা বাংলা তথা বিশ্বব্যপী বাঙালির। 

কোভিড পূর্ব পরিস্থিতিতে ফি বছর পুজোতে ভক্তের ঢল নামত বেলুড়মঠে। বিশেষ করে অষ্টমীর সকালে কুমোরী পুজো, তারপর সন্ধিপুজো দেখতে বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতেন বেলুড়মঠে। 

এবারও বুধবার, অষ্টমীর দিন সকাল ৯টায় কুমারী পুজোর আয়োজন করা হয়েছে বেলুড়মঠে। আর সন্ধ্যা ৭টা বেজে ৪৪ মিনিট থেকে শুরু হবে সন্ধিপুজো।

তবে গতবছর থেকে পরিস্থিতি বদলেছে। দর্শনার্থীদের আগমনে রাশ টেনেছে কর্তৃপক্ষ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link