কুম্ভ মেলা থেকে যোগী সরকারের আয় কত জানেন! শুনলে আঁতকে উঠবেন
কুম্ভ মেলা থেকে উত্তরপ্রদেশ সরকারের কত আয় হতে পারে! শুনলে আঁত্কে উঠতে পারেন। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইনডাস্ট্রি-র একটি হিসেব মতো রাজ্য সরকার ওই মেলা থেকে ১.২ লাখ কোটি টাকা আয় করবে।
১৫ জানুয়ারি প্রয়াগরাজে শুরু হয়েছে কুম্ভ মেলা। চলবে ৪ মার্চ পর্যন্ত।
ধর্মীয় অনুষ্টান হলেও এই মেলা থেকে আয়ও হয় বিপুল। কারণ এখানে ৫০ দিনে আসবেন কমপক্ষে ১২ কোটি মানুষ।
ইতিমধ্যেই ওই মেলার জন্য যোগী আদিত্যনাথ সরকার ৪,২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। ২০১৩ সালের কুম্ভ মেলার বাজেটের থেকে এই অঙ্ক তিন গুণ।
বিপুল টাকা খরচ করে এই মেলায় রেকর্ড করার চেষ্টা করেছে উত্তরপ্রদেশ সরকার। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইনডাস্ট্রি-র হিসেব হসপিটালিটি ক্ষেত্রে কাজ পাবেন ২,৫০,০০০ জন, বিমান পরিবহনের ক্ষেত্রে ১৫০০০০ জন ও ট্যুর অপারেটিংয়ের ক্ষেত্রে কাজ পাবেন ৪৫০০০ জন ও মেডিক্যাল সেক্টরে কাজে পাবেন ৮৫০০০ জন।
মেলায় লোক এসেছেন অস্ট্রেলিয়া, কানাডা, নিউ জিল্যান্ড, জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা, ব্রিটেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে। এর ফলে শুধুমাত্র উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ ও রাজস্থানের লোকজন এই মেলা থেকে আয় করতে পারবেন।