উদ্ধার আরও ৫, জোরকদমে চলছে তিনটি টানেলে আটকে পড়া মানুষের খোঁজ
নিজস্ব প্রতিবেদন: উত্তরাখণ্ডে উদ্ধার আরও ৫ জনের দেহ। হিমবাহ ভেঙে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৩। এখনও সুড়ঙ্গের মধ্যে আরও কয়েকজনের দেহ আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। জোর কদমে চলছে উদ্ধারকার্য।
তপোবন-বিষ্ণুগড় আটকে থাকার আশঙ্কা প্রায় ৩০ জনের। যার মধ্যে রবিবার সকালে মিলেছে আরও ৫ জনের দেহ।
সরকারের প্রকাশিত তথ্য অনুসারে নিখোঁজ প্রায় ১৬০ জন। তবে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের প্রত্যেকের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে যাওয়ার পর অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীতে জলচ্ছাস দেখা দিয়েছিল। যার ঝাপটায় দু’টি বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। কর্মরত শ্রমিকদের ভাসিয়ে নিয়ে চলে যায়। এখন তিনটি টানেলে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ চালানো হচ্ছে। পাইপ ও ক্যামেরা সুড়ঙ্গের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আটকে থাকা মানুষের খোঁজ করা হচ্ছে।