ভ্যালেন্টাইনস ডে-তে করণকে চুম্বন, ভাইরাল বিপাশা বসুর ছবি
লাল রঙের কেক, লাল রঙের ফুল হাতে নিয়ে চুম্বন করলেন করণকে। ভালবাসার দিনকে এভাবেই সেলিব্রেট করলেন বিপাশা বসু
ভালবাসার দিনে করণের সঙ্গে একান্তে সময় কাটান বিপাশা। এরপরই দুজনকে একসঙ্গে কেক কাটতে দেখা যায়
নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একান্ত মুহূর্তের ছবি শেয়ার করেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার
যেখানে তাঁদের কেকের উপর 'হ্যাপি ভ্যালেন্টাইনস ডে মাঙ্কি' লেখা রয়েছে
বিয়ের পরও যে করণ-বিপাশার একে অপরের প্রতি 'মাঙ্কি লভ' অব্যাহত, তা বেশ স্পষ্ট (নিজেদের ভালবাসাকে সব সময় মাঙ্কি লভ বলেই প্রকাশ করেন করণ সিং গ্রোভার এবং বিপাশা বসু)