Vande Bharat Fire: `বিপত্তি`র বন্দে-ভারতে আগুন, কী ঘটেছে ঘটনাটি?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিপত্তি বন্দে-ভারতে। এবার বন্দে-ভারতে আগুন।
ভোপাল থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসে আগুন। রানি কমলাপতি রেলস্টেশন থেকে নিজামউদ্দিনের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি।
ট্রেনের সি-১৪ নম্বর বগিতে আগুন লাগে। আগুন লাগে কুরবাই কেথোরা স্টেশনেকর কাছে।
ওই বগিতে ছিলেন ২০ থেকে ২২ জন যাত্রী। রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীরা সবাই সুরক্ষিত। কোনও হতাহতের খবর নেই।
জানা গিয়েছে, ওই কোচের ব্যাটারি বক্সে আগুন লেগেছিল। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল।
ভোর সাড়ে ৫টা নাগাদ ট্রেনটি রওনা দিয়েছিল। রওনা দেওয়ার ঘণ্টাখানেক পর আগুন লাগার ঘটনাটি ঘটে।
দমকল এসে তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে সকাল ৮টা নাগাদ। এরপর ফের ১০টা নাগাদ ট্রেন আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।