Vande Bharat Metro: বাজেটের পরই সুখবর! নিত্যযাত্রীদের সুবিধার্থে এবার বন্দে ভারত মেট্রো
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার বন্দে ভারত মেট্রো। বাজেটের পরই নিত্যযাত্রীদের জন্য সুখবর। পড়ুয়া থেকে ব্যবসায়ী ও অফিসযাত্রীদের সুবিধার্থে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনেরই মিনি ভার্সন এই বন্দে ভারত মেট্রো। রেলমন্ত্রী জানান, খুব শিগগিরই দেশে চালু হয়ে যাবে বন্দে ভারত মেট্রোর পরিষেবা। দেশের বড় বড় শহরগুলিতে চলবে এই বন্দে ভারত মেট্রো।
এই বছরের মধ্যেই বন্দে ভারত মেট্রোর নকশা ও নির্মাণ সম্পূর্ণ হয়ে যাবে। এই বন্দে ভারত মেট্রোর মূল লক্ষ্যই হল দেশের বড় শহরগুলিতে মানুষ যাতে আরামে বাড়ি থেকে কর্মস্থল যেতে ও ফিরতে পারে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা অনুযায়ী ভারতেই তৈরি হবে এই বন্দে ভারত মেট্রো। খুব তাড়াতাড়ি দেশে এর পরিষেবা চালু হবে। একটি রাজ্যে বড় শহরের কাছাকাছি এলাকার যাত্রীদের জন্য ভ্রমণ সহজতর করার জন্যই এই বন্দে ভারত মেট্রো।'
যেরকমটা জানা যাচ্ছে, বন্দে ভারত মেট্রো অনেকটা rapid শাটলের মত হবে। তবে বন্দে ভারত মেট্রোতে স্লিপারের সুবিধা থাকবে। সেমি হাই-স্পিড বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন বলা যায়। তবে ১৬ কারের জায়গায় এটা হবে ৮ কার বা কোচের।
চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাকটরি (ICF) ও লখনউয়ের রিসার্চ ডিজাইন অ্যন্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (RDSO)-কে ইতিমধ্যে ৮ কোচের বন্দে ভারত মেট্রো বানানোর জন্য রেল মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।