বিয়ের আগেই বান্ধবীর সঙ্গে লিভ ইন, হাতেনাতে ধরা পড়লেন জনপ্রিয় অভিনেতা
দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালাল-কেই বিয়ে করবেন বলে সম্প্রতি প্রকাশ্যে জানান বরুণ ধাওয়ান। ২০১৯-এই বাঁধতে পারেন গাঁটছড়া।কেরিয়ারের শুরুর দিকে বিষয়টি নিয়ে লুকোচুরি করলেও, শেষ পর্যন্ত নাতাশার সঙ্গে বরুণের সম্পর্কের কথা স্পষ্ট হয়ে যায়। এরপরই নাতাশাকে নিয়ে বেড়াতে যান বরুণ ধাওয়ান। মুম্বই বিমানবন্দরে তাঁদের একসঙ্গে দেখা যায়। কিন্তু, সেদিন পাপারাত্জির সামনে পোজ না দিলেও, ফেরার সময় হাতেনাতে ধরা পড়েন বরুণ, নাতাশা। দেখা যায়, বরুণের হাত ধরে বিমানবন্দর দিয়ে বেরিয়ে যাচ্ছেন নাতাশা। ওই সময় মোবাইলে ব্যস্ত ছিলেন বরুণ। নাতাশাও ক্যামেরার দিকে সেভাবে তাকাননি। তবে তাঁদের ছবি প্রকাশ্যে আসার পরই তা ছড়িয়ে পড়ে।