Shantiniketan | Vasantotsav: প্রথম ফাল্গুনেই বসন্তকে আবাহন জানাল শান্তিনিকেতনের `পাঠভবন`...

Soumitra Sen Sat, 17 Feb 2024-5:39 pm,

শনিবার সকাল সাড়ে আটটা থেকে পাঠভবনের আম্রকুঞ্জের জহরবেদিতে অনুষ্ঠান শুরু হয়।

বসন্ত উৎসবে যে সমস্ত নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয় এদিন সেই সমস্ত গানের মধ্য দিয়েই বসন্তের আবাহন করল পাঠভবনের ছোট থেকে বড় সমস্ত শ্রেণির পড়ুয়ারা। 

এদিনের অনুষ্ঠানে আড়ম্বর কম থাকলেও পড়ুয়াদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনও খামতি ছিল না। 

জহরবেদিকে ফুল দিয়ে সাজানো, তাতে আলপনা আঁকা-সহ অন্যান্য কাজ পড়ুয়ারা নিজেরাই করে। এবারেও করেছে।

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, আগে বসন্ত পঞ্চমী অর্থাৎ, সরস্বতী পুজোর দিন সন্ধ্যায় এই অনুষ্ঠান হত। কিন্তু, বিশ্বভারতী যেহেতু ব্রাহ্মমতে প্রতিষ্ঠিত সেজন্য সেই অনুষ্ঠান পরে বন্ধ হয়ে যায়।

পরবর্তী সময়ে আম্রকুঞ্জে এই অনুষ্ঠান হয়ে আসছে।

পাঠভবনের অধ্যক্ষা বোধিরূপা সিনহা বলেন, শান্তিনিকেতনে প্রকৃতির উদযাপন আমাদের জীবনচর্যার একটা বড় অঙ্গ। তারই একটি অন্যতম নিবেদন আমাদের পাঠভবনের এই বসন্তের আবাহন। বসন্তকে স্বাগত জানানোর জন্য প্রতিবছর আমরা এই অনুষ্ঠান করে থাকি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link