Vastu Tips: সন্ধ্য়ায় ভুলেও করবেন না এই কাজগুলো! নাহলে অর্থ-সম্মান-প্রাণহানির প্রবল সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদন: পুরাণ এবং বাস্তুশাস্ত্র মতে, সূর্যাস্ত্রের পর কয়েকটি কাজ করা যায় না। ক্রমাগত এই কাজগুলো করতে থাকলে সংসারে ক্ষতি নাকি অনিবার্য। অর্থ, সম্মান এবং প্রাণহানিরও প্রবল সম্ভাবনা থাকে।
পুরাণ মতে, সন্ধ্যাবেলা সময় অর্থাৎ সূর্যাস্ত্রের পর বাড়ির মুখ্য দরজা বন্ধ রাখা উচিত নয়। কারণ কথিত রয়েছে সন্ধ্যাবেলা নাকি বাড়িতে মা লক্ষ্মী আসেন। সঙ্গে ধন-দৌলত নিয়ে আসেন তিনি।
বাস্তুশাস্ত্রে কথিত রয়েছে, সন্ধ্যাবেলা বাড়ির তুলসী তলায় একটি প্রদীপ জ্বালিয়ে রাখা নাকি শুভ। তবে ভুলেও তুলসী গাছ খোবেন না।
সন্ধ্যেবেলা বাড়িতে কোনও ভিক্ষুক এলে তাঁকে খালি হাতে ফেরাতে নেই।
অনেকেই বিশ্বাস করেন যে, সন্ধ্যাবেলায় বাড়িতে উচ্চস্বরে কথা বলা উচিত নয়। কারণ তখন বাড়িতে দেবী লক্ষ্মী আসেন। উচ্চস্বরে তিনি ক্ষুব্ধ হন।
এছাড়া সন্ধ্যাবেলা অর্থ লেনদেনেও অনেকে নিষেধ করেন। বলা হয়, সেই অর্থ একবার গেলে আর ফিরে আসে না।