সাইকেল চালিয়ে বিশ্বের দরবারে দেশকে গর্বিত করলেন এই কন্যা, জড়িয়ে গেল কলকাতাও
সাইকেল নিয়ে গোটা বিশ্ব ঘুরে ফেললেন ভারতীয় কন্যা বেগাঙ্গি কুলকার্ণি। আর শুধু ঘুরলেনই না বিশ্বভ্রমণে দ্রুততম সাইকেল আরোহী হলেন পুণের তরুণী।
পুণের বেদাঙ্গির গর্বের মুহূর্তের সঙ্গে জড়িয়ে গেল কলকাতার নাম। রবিবার কলকাতাতেই ২৯,০০০ কিলোমিটারের দূরত্ব পার করেন পুণের মেয়ে।
গত জুলাইয়ে অস্ট্রেলিয়ার পার্থ থেকে শুরু করেছিলেন সাইকেলে বিশ্বভ্রমণ। এবার সফর শেষ করতে সে দেশে উড়ে গেলেন বেদাঙ্গি।
বেদাঙ্গির কথায়,''১৫৯দিন ধরে ১৪টি দেশ ঘুরেছেন তিনি। প্রতিদিন ৩০০ কিলোমিটার পর্যন্ত সাইকেল চড়েছেন''।
গর্বিত বাবা বিবেক কুলকার্ণি বলেন, ''খুব কম লোকই পারে সাইকেলে বিশ্ব ঘুরতে''।
সাইকেলে বিশ্বভ্রমণে মানসিক ও শারীরিক কাঠিন্য দরকার। একইসঙ্গে বিভিন্ন ধরনের বাধাও থাকে। কানাডায় বেদাঙ্গিকে তাড়া করেছিল ভল্লুক।
ব্রিটেনের বোর্নেমাউথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বেদাঙ্গি। দুবছর ধরে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সাইকেলভ্রমণের বেশিরভাগ খরচই দিয়েছে বেদাঙ্গির মা-বাবা।
পার্থ থেকে শুরু করে বেদাঙ্গি নিউজিল্যান্ডের ওয়েলিংটন যান। সেখান থেকে কানাডা। পরে ইউরোপের পর্তুগাল, স্পেন, ফ্রান্স, বেলজিয়ামস জার্মানি, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়ায় যান বেদাঙ্গিয রাশিয়ারার ৪০০০ কিলোমিটার সাইকেল চালিয়েছিলেন পুণের মেয়ে।
-২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও সাইকেল চালাতে হয়েছে তাঁকে। কঠিন লক্ষ্য ছুঁয়ে মা-বাবাকে কৃতিত্ব দিয়েছেন বেদাঙ্গি।
সিটি অব জয় কলকাতাতে এদিন সাইকেল চালিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছবেন বেদাঙ্গা। সেখানে আর ১৫ কিলোমিটার চালালে যেখানে শুরু করেছিলেন, সেই জায়গায় পৌঁছবেন।