Price Hike: ১৫ দিনে দাম বাড়ল ১০০ টাকা! আগুনে বাজারে কি বন্ধ হবে রান্না?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মূল্যবৃদ্ধির আগুনে পুড়ছে বাজার। বাজারে গেলেই ছ্যাঁকা লাগছে হাতে। টান পড়ছে পকেটের রেস্ততে।
অগাস্ট মাসের শুরুতেও পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ৪০ থেকে ৪৫ টাকা। সেটাই অগাস্টের ২৫ তারিখে এসে দাম দাঁড়িয়েছে কেজি প্রতি ৬০ থেকে ৬৫ টাকা। ১ কেজিতে প্রায় ২০-২৫ টাকা দাম বৃদ্ধি!
একইরকমভাবে যে রসুনের দাম ছিল ১ কিলো ৩০০ টাকা, ২ সপ্তাহের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ টাকা। অর্থাত্ ১ কেজিতে দাম বৃদ্ধি ১০০ টাকা! মাত্র ১৫ দিনে!
দাম বাড়ার দৌড়ে পিছিয়ে নেই আদাও। ১০ তারিখে ১ কেজি আদার দাম ছিল ২২০ টাকা। আর ১৫ দিন বাদে, ২৫ তারিখে ১ কেজি আদার দাম দাঁড়িয়েছে ৩০০ টাকা। মানে ৮০ টাকা বেড়েছে দাম।
হোলসেল মার্কেটে দাম বাড়াতেই পাইকারি বাজারে এই দাম বৃদ্ধি বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। এখন পেঁয়াজ-আদা-রসুনের মতো রান্নাঘরের অতি প্রয়োজনীয় সবজির দাম এভাবে বেড়ে যায় মাথায় হাত মধ্যবিত্তের।