বঙ্গে টানা দুর্যোগে অগ্নিমূল্য সবজি, আরও বাড়বে দাম, মত বিক্রেতাদের, জানুন বাজারদর
নিজস্ব প্রতিবেদন: একে জারি রয়েছে করোনাবিধি, তার উপর বঙ্গে টানা দুর্যোগের ঘনঘটা। স্বাভাবিকভাবেই মূল্যবৃদ্ধির বাজারে আরও অগ্নিমূল্য হয়েছে সবজির দাম। কেমন যাচ্ছে আজকের বাজারদর? জেনে নিন বিস্তারিত।
সবজি বিক্রেতাদের মতে, যেভাবে টানা বৃষ্টি শুরু হয়েছে তাতে নষ্ট হয়েছে অনেক ফসল। জলের তলায় চলে গিয়েছে বহু চাষজমি। নষ্টের মুখে একাধিক মজুত শস্যও। আর যার জেরে এখননা বাড়লেও কয়েকদিন পরেই সবজির দাম চড়চড়িয়ে বাড়বে।
দাম বেড়েছে বরবটি, ধনেপাতাসহ একাধিক সবজির। ৬০ টাকা কেজি থেকে দাম বেড়ে ৮০ টাকা প্রতি কেজিতে বিকোচ্ছে বরবটি। এদিকে বিক্রেতারাই ২০০টাকা কেজি দরে কিনছেন ধনেপাতা।
কলকাতা শহরে মূলত সবজি আসে শিয়ালদহ পাইকারি বাজার থেকে। বারাসত, মেদিনীপুর, চাপাডাঙা, লালগোলাসহ বেশকিছু এলাকা থেকে সবজি এসে পৌঁছয় শিয়ালদহে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, টানা বৃষ্টিতে জলের তলায় সবজির ক্ষেত। তাই জোগানেও টান পড়তে চলেছে।
লাউ = ৩০ টাকা পিস, গাজর = ৪০ টাকা কেজি, ঝিঙে = ৬০ টাকা কেজি, পটল = ৪০ টাকা কেজি, বরবটি = ৫০ টাকা কেজি, উচ্ছে = ৩০ টাকা কেজি, চিচিঙ্গে = ৩০ টাকা কেজি , পেঁপে = ৪০ টাকা কেজি, কাঁচালঙ্কা = ১০০ টাকা কেজি, মুলো = ৬০ টাকা কেজি, ভেন্ডি = ৪০- ৫০ টাকা কেজি, বেগুন = ৪০ টাকা কেজি প্রতি, টমেটো = ৪০ টাকা কেজি, শসা = ৪০ কেজি, বাঁধাকপি = ৫০ টাকা কেজি, চাল কুমড়ো = ৩০ টাকা কেজি, মিষ্টি কুমড়ো = ২০ টাকা কেজি।