Cyclone Biparjoy: ফুঁসছে উত্তাল সমুদ্র, প্রবল বৃষ্টি-হাওয়ার দাপটে উলটাল বেঞ্চ! তাণ্ডব শুরু `বিপর্যয়ে`র...

Sat, 10 Jun 2023-10:58 am,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো :  দাপট শুরু অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়ের। গুজরাটের তিথাল সৈকতে ইতিমধ্যেই ব্যাপক উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। 

আছড়ে পড়ছে বিশাল উঁচু ঢেউ। সাবধানতা হিসেবে ১৪ জুন পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে তিথাল সৈকত। ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে উঠবে অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়।

শুধু সমুদ্র উত্তাল হওয়া-ই নয়। বিপর্যয়ের দাপটে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বৃষ্টিও। ক্যামেরায় ধরা পড়েছে ঝোড়ো হাওয়ার দাপটে স্কুলে বেঞ্চ-টেবিল উলটে যাওয়ার ছবি।

বর্তমানে গুজরাটের পোরবন্দর থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ও মহারাষ্ট্রের মুম্বই থেকে পশ্চিম-পশ্চিমদক্ষিণে অবস্থান করছে অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়।

রবিবার অথবা সোমবার দক্ষিণ গুজরাট উপকূলে আছড়ে পড়তে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়। শুক্রবারই তিন রাজ্যে হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। গুজরাট, কেরালা ও কর্নাটকে বিপর্যয়ের প্রভাব পড়তে চলেছে সবচেয়ে বেশি।

কেরালার তিরুবনন্তপুরম, কোল্লাম, পাঠানামথিত্তা, আলাপ্পুঝা, কোত্তায়াম, ইদুক্কি, কোঝিকোড ও কান্নুরে জারি রয়েছে হলুদ সতর্কতা। শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। 

ইতিমধ্যেই মৌসম ভবন গুজরাট, কেরালা, কর্নাটক ও লাক্ষাদ্বীপ উপকূলে মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে। প্রসঙ্গত, চলতি বছরে আরব সাগরে ঘনীভূত এটাই প্রথম ঘূর্ণিঝড়।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link