এবার আপনার সাধ্যের মধ্যে Vespa, মধ্যবিত্তের সাধপূরণের স্কুটি
মধ্যবিত্তের সাধ্যের মধ্যে Vespa. ১২৫ সিসি সেগমেন্ট-এ Vespa Urban Club 125 নতুন উন্মাদনা তৈরি করতে পারে।
Vespa Urban Club 125 এর দাম শুরু হচ্ছে ৭৩, ৭৩৩ টাকা (এক্স শো-রুম) থেকে।
Vespa স্কুটারের মধ্যে এতদিন এদেশে Vespa ZX সব থেকে সস্তার ছিল।
Vespa Urban Club 125 পাঁচটি রঙে পাওয়া যাবে। সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিনে 9.5 bhp শক্তি আর 9.9 Nm থাকছে।
10 ইঞ্চি কালো অ্যালয় হুইল থাকবে। দুই চাকাতেই থাকবে ড্রাম ব্রেক। সঙ্গে পাওয়া যাবে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম।